।
আকাশ মাটি এবং সবুজ
গাছেরা
আমাকে জিগ্যেস করে
কী কেন কোথায়
যারা প্রথমে চার পায়ে শেষে তিন পায়ে
আমাকে বলেছে এই জীবন
নিয়ে কী
করতে হয় কবিবর
।
হাজার বছর ধরে
প্রশ্ন লিখে রাখি
প্যাপিরাসের বাকলে
মাথার ঘিলুতে
।।
ঈশ্বর আর মার্ক্সবাদ
আর টাকা-পয়সা
যৌনযাপনে পূর্ণিমা
নিয়ে খেলি রোজ
কাটাকুটি খেলা
।
এই খেলাটির
দুই মলাটের মাঝে
তিনি তো রেফারি
তাঁকে নিয়ে ঘুরি-ফিরি মগজেও ভরি
রেখে দিই তাকে তাকে
ন্যাপথলিনে মুড়ে
।
কালোপানা অক্ষরেরা আগুন হয়েছে
তাঁর
পথ চলি অন্ধকারে
।।
খুব ভালো কবিতা।
ReplyDeleteপ্রণাম
ReplyDeleteআনন্দ পেলাম
ReplyDelete