দীপ্তেন্দু জানা

বাক্‌ ১৪১ ।। ‘‘অতএব’’



শোক
চূড়া থেকে দেখা যায় জলচুম্বক
সিঁড়ি  
নামতে নামতে  
পাদদেশ 
আমি একটি  রক্তপ্রপাত  

জীবাণু 
স্তব্ধ করুক যতই
মাংসের তৈরি মেশিনসমূহ 
০+০
=
একটি তরমুজ

জল 
দেখলেই জিভে জল আসে

বিরোধী
ছায়া 
অতএব
একটা ভাঙা হ্যান্ডশেক আঠার অপেক্ষায়

No comments:

Post a Comment