রঞ্জন চট্টোপাধ্যায়

বাক্‌ ১৪১ ।। ভেঙে বললে



১.

ভেঙে বললে
এখন সন্দেহ ছাড়া
আর কিছু নেই
একটু গুছিয়ে বললে
বিসমল্লায়
পুরোটাই মরীচিকা

২.

হে হে বাবা!
এবারে মৌচাক ভেঙে
চার গুলেছি
সঙ্গে মহুয়ার মাতাল
জল শান্ত হোক
শুধু ছিপ ফেলার অপেক্ষা

৩.

ঘেঁটে ঘেঁটে অনেক
ব্যাকরণ তুলে আনলাম
দেখি তো
রক্তের বানান কেমন

No comments:

Post a Comment