বিদিশা সরকার

বাক্‌ ১৪১ ।। স্নান থেকে স্নানে



তোর গলিগুলো বড় চেনা চেনা যেন
তোর মভচেনে কার সিঁদুর লাগানো
লেগে গেল চিবুকে ও নিষিক্ত সে ঘামে
ঘামে ঘামে মিশে যাওয়া সিঁথি মন্দোদরী

স্নান থেকে ফিরে সেই স্নানে ফিরে যাওয়া
তোর ঘরে অভিমান ক্লাশ নিচ্ছে স্কুলে
ডাস্টারে চকের গুঁড়ো, সিঁদুর পরেনি
মিনিকেট চাল ভেজা এক হাঁড়ি জল

তুই এলি বলেকয়ে পাথরের সিঁড়ি
পাহাড় দেখাবি বলে ভ্রমণের স্ন্যাপ
তখনও বরফ লাগা তোর গায়ে জ্বর
এবার বেড়াতে গেলে আমিও পামিরে

No comments:

Post a Comment