পৌলমী গুহ

বাক্‌ ১৪১ ।। ভুলে যাওয়া লেখাগুলো





.
শরীর জুড়ে মৌটুসি পাখিরা খেলা করে।
বারোমাস শ্যাওলার গর্ভে থেকে,
উঠে আসি আপন ধোঁয়ার ভেতরে।
কোমরের দিকচক্রবাল পোড় খাওয়া নাবিক চেনে
উঠোনের শাড়ি নববধূ বোঝে না।
পুকুর পুকুর মন নিয়ে যাতায়াত,
ঢেউ নেই বলে জলের তলায় খুঁজে বেড়াই।
মৌটুসি ডাঙা থেকে চেয়ে চেয়ে দেখে
বড়ো... শরীর চায়।

.
বিবাহ পরবর্তী পুরুষের অভিমান,
মাংসল ঘাড় বেয়ে নামে।
বুকের তাক ভরে ওঠে ধুলো আর ঘামে,
স্ট্রিটলাইটও গন্তব্য চেনে না।

.
কিছু নিজের মতো নয়।
সব তার মতো, তোর মতো।
করুণরস তোর আঙুল থেকে
আমার ঊরুতে গড়ালে,
বিজিত সেনার আর্তনাদ শোনা যায়।

1 comment: