হাসান মোস্তাফিজ

বাক্‌ ১৪১ ।। রাত দুইটা-তিনটা বেজে গেছে


দীক্ষা কোরবানির
ফলাফল কোর্টমার্শালের দিকে
কোলবালিশ সাইজে বড়, খাটে অর্ধেক জায়গা নিয়ে নেয়
পুরুষটি তাও বস্তুটিকে নিয়ে শোয়,
রাতের বেলা নিজের মানসিকতা নিয়ে ঢেকুর উঠে
কিন্তু ততক্ষণে রাত দুইটা-তিনটা বেজে গেছে।

খড়খড় শব্দ শুনে প্রকৃতির প্রকাশিত নারী
জেগে উঠে, সে সেবা করতে চায় খাটে কোলবালিশসহ শুয়ে থাকা পুরুষটিকে
ঘরের একমাত্র জানালায় নারীরটি কাপড় খোলার প্রস্তুতিপর্বে
পুরুষটি উঠে জানালা বন্ধ করে দিল
রাত দুইটা-তিনটা বেজে গেছে।



No comments:

Post a Comment