হিমাদ্রী চৌধুরী

লক-ডাউন



ধাম করে বেড়ে যায় হার্ট রেট, দ্রুত সিঁড়ি ভেঙে পতনের মতো নেতিয়ে পড়ে হেলেঞ্চালতার এই দেহ। লিকলিকে; বড্ড অচেনা মনে হয়। হুলুস্থুলু আবেগ আমাকে চাউর করে রাখেনি কোনওদিন তবু ক্যানো যেন ইদানীং মানুষ দেখতে বেশ লাগে, ভিড় দেখলে আনন্দ হয়। শেয়ারবাজারের মতো অনিশ্চিত এক জুয়ার আসরে আমি হাতে নিয়ে বসেছি জোকারগোনা শুরু করেছি ৫৩-৫৪-৫৫ এবং ক্রমান্বয়ে

বন্ধ দরজা। ভিন্ন দৃশ্যপট। আকাশ আরও সুন্দর। নিজেকে ফানুস ভেবে মন চায় উড়ি খুব করে। নতুন এই চিত্রকলায় কেবল জানালা হয়ে গ্যাছে যাদুঘর। পর্দা সরালেই চেনা দৃশ্যাবলি ভীষণ নতুন লাগে, মনে হয় থরেথরে সাজানো রয়েছে পৌরাণিক পুরাকীর্তি।

দমবন্ধ একটি ঘর। আমার বাষ্পটুকো উড়ে বাহিরে মিলায়। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি আর-একটু জীবনের আশায়। আহা! এ-ও তো জীবন!

3 comments: