মান্টি অধিকারী দত্ত

বাক্‌ ১৪১ ।।




উদ্‌বর্তন

অর্ধমৃত দেহটা  কাঁধে নিয়ে চলেছি
চারিদিকে শুনছি পোড়া দেহের মৃত সংলাপ 

শূন্য সময়ে শূন্যতা বেড়ে গেলে
কোনটা পুণ্য বলবে আর কোনটা পাপ!

পান্তার জিভে মাংসের লোভ
কম্পনে জেগে ওঠে প্রতিবাদ

পরিবর্তন, সে তো নিছক ছুতো,

   মৃত্যু লিখতে লিখতে 
বুকে জুড়ে জমে যায় সরীসৃপী উত্তাপ।




পরিবর্তন 

এসো, মৃত্যুর মুখোমুখি বসি,

উষ্ণ খাদে এখন মাঘ মাস,

      মন সেদ্ধ ভোরে 
    মেঘ মাটি না ছুঁলে
   নতুন বসন্ত আসে না,

তাই ব্যবচ্ছেদের আগে 
শবের নৈঃশব্দ্যে 
     অজস্র  লাশ,

এসো, অসুখের বুক খুঁড়ি,

মাংসাশী জিভে গেঁথে দিই
  সহস্র কচি সবুজ ঘাস ।




বৃত্ত 

আকারবিহীন বৃত্ত
 বিন্দুতে বিন্দুতে শব্দ খেলা চলে,

বারবার মুছেছি শব্দ 
  পরিধি পেরোলে কেন্দ্র ঘিরে ধরে,

ঘিরে ধরে এক মায়াবী জলহীন স্রোত,
ঘিরে ধরে ছেঁড়া শিকড়ের  নষ্ট শোক,

আমি সেই শব্দসুখে শরীর কুঁকড়ে থাকি,

       তোমার মাংসের মায়ায় হারতে হারতে
     পুরনো বিন্দু দিয়ে নতুন বৃত্তে ঘর বাঁধি।

2 comments:

  1. পরিবর্তন ও বৃত্ত খুব ভালো লাগল।
    আপনাকে নমস্কার।

    ReplyDelete