মাসুদার রহমান

বাক্‌ ১৪১ ।। ভদ্রমাসের রাস্তা




চোখের উপরে টানাট্রেন চলে গেল। তারপর দৃশ্যের উলম্ফন

একটি কুকুর, তার গার্লফ্রেন্ডের সঙ্গে বগিযুক্ত করে ডামিট্রেন বানিয়ে ফেলেছে। কোনো পরিচালক বা স্টেশনমাস্টার নেই। এ বলছে গাড়ি ঈশ্বরদী যাবে, ও বলছে সান্তাহার

মুখ ঘুরিয়ে সটকে পড়ছে লোকজন ভদ্রমাসের রাস্তায়

4 comments:

  1. আর যমুনা ব্রিজ, হেইডা কতো দূর? ঝমঝমাইয়া পার হইব না ?

    ReplyDelete
  2. মাসুদার, বেড়ে লিখেছ, বন্ধু! তুমি তো কবিই হয়েই গেলো! আর ঠেকানো গেল না যে!

    ReplyDelete
  3. ভালো লাগলো কবি।

    ReplyDelete
  4. অন্যস্বাদ আর ইমেজ আপনার কবিতায়। নয়ের দশক আপনি নড়িয়ে দিলেন কবি!
    বিস্ময়কর দৃষ্টান্ত হয়ে থাকবেন কবিতায়!
    মধুময় ভালোবাসা বন্ধু--

    ReplyDelete