রিপু
দেবী উঠে আসছেন জল থেকে
আঙুলে সম্মতি মুদ্রা
চারদিকে ভরে উঠছে আদিম পদ্মগন্ধ
তাঁর গলায় শঙ্খের দাগ স্পষ্ট দেখে
আমরা কী কী চেয়েছিলাম ভুলে গেছি
নশ্বর
‘আমাদের ভিক্ষের চাল অন্ন হোক’
এই বলে একজন বাউল গান থামিয়ে
সারাদিনের খুদকুঁড়ো নামিয়ে রাখল
ধাতুপৃথিবীর নাভিতে
‘আমাদের ভিক্ষের চাল অন্ন হোক’
এই বলে একজন বাউল গান থামিয়ে
সারাদিনের খুদকুঁড়ো নামিয়ে রাখল
ধাতুপৃথিবীর নাভিতে
থালা
ফেলানো-ছড়ানোটা খোকার থালা
ওইটা দাদুর, ডালে নুন কম বলতে পারেনি
তাড়াহুড়োরটা ছোট মেয়ের
হা-হুতাশ মাখা যেটাতে, সেটা ঠাকুমার
সেলাই মেশিনের গন্ধটা বড়মেয়ের
কর্তার থালা নেই বছর দুয়েক হল
এটা গিন্নিমার, এখনো খিদে লেগে আছে
লবণ
রক্তপাত তেমন কিছু নয়
ক্ষুধা তেমন কিছু নয়
অন্ধকার তেমন কিছু নয়
হত্যাও তেমন কিছু নয়
কিন্তু আমাদের জানতেই হবে পাতের লবণ
আমরা কিসের বিনিময়ে এনেছি
দৃশ্য
শেষবারের মতো দপ্ করে
নিভে গেল লণ্ঠন
গৃহস্থালি বলতে এইটুকুই
আর
ক্রাইম থ্রিলার বুকে রেখে
ঘুমিয়ে পড়েছে আনাজ কাটার ছুরি
লেখাগুলি খুব ভালো লেগেছে
ReplyDeleteটুকরো টুকরো বিপন্নতা গুলো ভাবাচ্ছে বার বার। ভালো লাগছে সুকান্তদা।
ReplyDelete“ক্রাইম থ্রিলার বুকে রেখে
ReplyDeleteঘুমিয়ে পড়েছে আনাজ কাটার ছুরি"
মুগ্ধ হলাম। একটা ভিন্ন স্বর বেশ ভালো লেগেছে।
ভালো লাগলো
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete