রণজিৎ অধিকারী

বাক্‌ ১৪১ ।। একটা অনুভূতি যা আমরা কেউই জানি না



সে তখন একটা অনুভূতি খুঁজে বেড়ায় আর
পৃথিবী ধীরে ধীরে তার সীমানা মুছে দিতে থাকে...
   ... নগ্নতা কিংবা গাছপালার গন্ধ...
প্রবেশের মুহূর্তেও মেয়েটি সেই অনুভূতিটি খুঁজে চলে
তারপর হারিয়ে যেতে থাকে
                              চেতনা কী?
প্রথম স্খলনের পর পুরুষটি দাঁড়িয়ে থাকে ও
হাঁটু মুড়ে মেয়েটি স্বভাবতই যা পছন্দ করে সেভাবেই
অনুভূতিটা খুঁজতে থাকে যেন অনেক দূর থেকে সে
ভাবেসত্যি বলতে তার জীবনে যেন কী একটা নেই!
... কিন্তু সম্পূর্ণ নগ্ন হওয়ার পরও একটা আড়াল, যা তারা
কখনো ঘোচাতে পারে না
   ...পুরুষটি আসন বদলে নেয়...
দ্বিতীয় চরম মুহূর্তেও যখন ঝাপসা হয়ে এল সবতখনও
মেয়েটি টাটকা নিসর্গের গন্ধ পায়গাছপালা বন্য পোকামাকড়
সে ডানা মেলে উড়বার চেষ্টা করে কোনোভাবে
তার সামনের এই দেয়ালটা ভেঙে ফেলা যেত না?                               

3 comments: